শিরোনাম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি’(ভিডিও)

কে এম হোসাইন : দৈনিক আমাদের অর্থনীতি’র সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি বলেন, ছাত্রলীগের এই কর্মকান্ডে এখনই যদি কোন ব্যবস্থা নেওয়া না হয়, মানুষের মধ্যে সরকারের প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। যা সরকারের বিপর্যয়ের কারণ হতে পারে।

মিথিলা ফারজানা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন জি-নাইনের সম্পাদক সাখায়াৎ হোসেন সায়ন্থ।

মাসুদা ভাট্টি বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে ছাত্রদের কিছু দাবি নিয়ে আন্দোলন করা। আবার সেই আন্দোলনের উপর অন্য ছাত্ররা হামলা করেছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেসব শিক্ষার্থী জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেছেন ছাত্রলীগ ভিসিকে উদ্ধার করতে এসেছিলো। ঠিক আছে তবে উদ্ধার করা জাহাজ হামজা ছাত্রলীগ হতে পারে না। উদ্ধারকারী জাহাজ হতে হবে পুলিশকে। আমরা কিন্তু এই প্রশ্নও তুলতে পারি। যদি ক্যাম্পাসে পুলিশ ঠুকত। ভিসি যদি পুলিশ ডাকত তাহলে সবাই বলতো ক্যাম্পাসে পুলিশ ঢুকানো হয়েছে। ঘটনার কিন্তু পরম্পরা থাকে। একজন ছাত্র গেট আটকাতে আসছে আরেকজন ধরে রেখেছে। তাকে ধাক্কা দিয়ে অন্যজন ঢুকে যাচ্ছে। আমরা দেশকে ভালোাবাসি না। তা এটা থেকে বুঝা যায়। আমরা একটা জিনিসি ভেঙ্গেচুরে দাবি আদায় করছি। দাবি আদায় করার কি আর কোন পন্থা নেয়?

এক প্রশ্নে জবাবে মাসুদা ভাট্টি বলেন,আমরা তো এখন আর কোন দেশের দখলে নেই। এভাবে গেট ভেঙ্গে দাবি আদায় করতে হবে। একজন ভিসি একদল শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখবে আরেক এসে তাকে উদ্ধারের সময় মারামারি করে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা একটা নিয়মতান্ত্রিক স্বাধীন দেশে বাস মাঝে মাঝে মনে হয় ভুলে যায়।

আরেক প্রশ্নের জবাবে মাসুদা ভাট্টি বলেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ২০০৫ সালে ছাত্রদল এমন ঘটনা ঘটানোর পরে ক্ষতিগ্রস্ত হয়েছিলো । সেই সাথে বিএনপিও ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। তারপরে জাতীয় নির্বাচনে মানুষ কিন্তু তাদের লাল কার্ড দেখিয়েছে। ছাত্রলীগের এই কর্মকান্ডে এখনই যদি কোন ব্যবস্থা নেওয়া না হয়। মানুষের মধ্যে সরকারের প্রতি একটা নীতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়