শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ২০০ বস্তা পঁচা মরিচ জব্দ, জরিমানা আদায়

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজারে পৃথক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে।

বুধবার দুপুরে পরিচালিত এক অভিযানে মেসার্স মামুন স্টোরকে পঁচা মরিচ শুকিয়ে গুড়া করে বাজারজাত করার দায়ে ১৩০ বস্তা ও অপর আরেক অভিযানে ট্রাক থেকে ৭০ বস্তা সর্বমোট ২০০বস্তা পঁচা মরিচ জব্দ করেন র‌্যাব সদস্যরা। যার অনুমানিক ওজন (দশ হাজার) কেজি।

র‌্যাব জানায়, বুধবার দুপুরে টান বাজার এলাকায় (ঝালকাঠি ট-১১-০০৩৬) ট্রাকটি প্রবেশ করলে এর থেকে ৭০ বস্তা পচাঁ মরিচ জব্দ করা হয়। পরে চালক আমির হোসেন আটক করা হয়। আরেক অভিযানে শহরের মেসার্স মামুন স্টোর হতে ১৩০ বস্তা পঁচা মরিচ জব্দ করা হয়। এসময় দোকান মালিক আক্তার হোসেন, রাছেল মিয়া ও জুয়েলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাছিবা আক্তার তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষা আইন ০৯ এর ৫২ ধারা মোতাবেক আটকৃতদের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মরিচের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ জব্দকৃত মালসহ ভ্রাম্যমাণ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়