শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুই শিবির করিস, তোর বাড়ি রাজশাহী বলেই বুয়েট শিক্ষার্থীকে পিটাল ছাত্রলীগ ’

ডেস্ক রিপোর্ট :   ‘শিবির সন্দেহে’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বুয়েটের এম এ রশীদ হলের পেছনে ডেকে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

আরাফাত হোসেন (২১) নামের ওই ছাত্র বুয়েটের মেটেরিয়াল অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত।

ছাত্রলীগের নেতাকর্মীরাই তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন আহত আরাফাত। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে এম এ রশীদ হলের পেছনে কয়েকজন ডেকে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

আরাফাত বলেন, ‘কেন তাকে মারা হচ্ছে এমন প্রশ্ন করলে ছাত্রলীগ নেতারা তাকে বলে- তুই শিবির করিস, তোর বাড়ি রাজশাহী।’

এরপর মেহেদী, মিনহাজসহ ১০/১৫ জন মিলে আরাফাতকে বেধড়ক পিটিয়ে আহত করে চলে যায়।

চকবাজার থানার পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) খবর দিলে এক কেয়ারটেকার পুলিশের কাছে বুয়েটের গেট পর্যন্ত আহত আরাফাতকে পৌঁছে দেয়। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যায়।

অবশ্য পুলিশ জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগ পর্যন্ত ওই কেয়ারটেকারও এসেছিল। ছেলেটিকে রেখে এখান থেকে সে পালিয়ে গেছে।

আরাফাত এম এ রশীদ হলের ১০০২ নং কক্ষে থাকেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার চাকল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

উৎসঃ পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়