শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৬:১৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতেই ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

প্রথম দুই ম্যাচ জিতে অতি সহজে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পাওয়া টাইগারদের জন্য লিগ পর্বের শেষ ম্যাচ শুধুই নিয়ম রক্ষার। তবে শ্রীলঙ্কার জন্য তা নয়, ফাইনাল নিশ্চিত করতে জিততেই হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

বুধবার ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বিশ্রামে থাকলেও ম্যাচটি গুরুত্বের সঙ্গে নিচ্ছে স্বাগতিক দল। বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমরা এখনও চ্যাম্পিয়ন হইনি, তাই নির্ভার হওয়ার সুযোগ নেই। আমাদের গতকাল খেলা ছিল, আগামীকালও আছে, শনিবার ফাইনাল। তাই আজ ছেলেদের বিশ্রাম দিয়েছি। ম্যাচের জন্যই বিশ্রাম জরুরি।’

তিনটি ম্যাচ বোনাস পয়েন্ট নিয়ে জিতলেও মিডল অর্ডার ব্যাটিং নিয়ে বেশ হতাশ সুজন, ‘টুর্নামেন্টে আমরা কোনও ম্যাচ হারতে চাই না। কালকের ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ ছিল। আশা করি, কাল ব্যর্থতা কাটিয়ে উঠবে তারা।’

বাংলাদেশ বিশ্রাম নিলেও বুধবার মিরপুর ক্রিকেট একাডেমিতে কঠোর অনুশীলন করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার হারলেও অবশ্য আশা শেষ হয়ে যাবে না ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে লক্ষ্য রাখতে হবে, হারের ব্যবধান যেন বড় না হয়। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা জিম্বাবুয়ের নেট রানরেট -১.০৮৭। এক ম্যাচ কম খেলা শ্রীলঙ্কার পয়েন্টও চার, তবে নেট রান রেটে (-০.৯৮৯) কিছুটা সুবিধাজনক অবস্থায় তারা।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্ডিমালের কথা, ‘আমাদের ভালো খেলতে হবে। সব কিছু পরিকল্পনা মতো হলে ফল আমাদের পক্ষে আসবেই।’

প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচ জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। লিগ পর্বের শেষ ম্যাচেও সাফল্যের প্রত্যাশা চান্ডিমালের কণ্ঠে, ‘এ ধরনের টুর্নামেন্টে শুরুটা খারাপ হলে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তবে কখনও কখনও এটা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করে। আশা করি, কালকের দিনটা আমাদের হবে।’ বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়