শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রস্তুত মাদুরো

সান্দ্রা নন্দিনী : ভেনেজুয়েলায় এপ্রিলের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আদেশ দিয়েছে দেশটির সরকারসমর্থিত নির্বাচন কমিশন পরিষদ। আর তাদের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার রাজধানী কারাকাসে মাদুরো তার হাজারো সমর্থকের উদ্দেশ্যে বলেন, পরবর্তী ৬ বছরের মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিতে তিনি পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন বিরোধীদল অংশ নিলেও হবে, আবার তারা যদি না আসে তাহলেও ঠেকে থাকবে না।
প্রসঙ্গত, ভেনেজুয়েলার বিরোধীদল বর্তমানে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। তাদের বেশিরভাগ নেতাই স্বেচ্ছানির্বাসন অথবা কারাগারে আটক রয়েছেন।
মাদুরো বলেন, নির্বাচন কমিশন খুবই সঠিক ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে। কেননা, সা¤্রাজ্যবাদীশক্তি ও ডানপন্থীরা সর্বক্ষণ ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। তাছাড়া তাদের লক্ষ্যই হল, প্রাকৃতিকসম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলার অর্থনীতিতে ধস নামানো।
তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছে করছে আগামী রোববারই একটি নির্বাচন আয়োজন করে ফেলি। আসুন সবাই মিলে একটি সফল নির্বাচন করে সা¤্রাজ্যবাদীদের হুমকির মুখে ছাই দিয়ে আবারো ক্ষমতাগ্রহণ করি।’
উল্লেখ্য, ভেনেজুয়েলার বিরোধীদল বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতির জানিয়েছে। এছাড়া, তারা অনেকদিন ধরেই মাদুরো ও তার বামপন্থীদলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ এনে চলেছে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়