শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ২০ জুয়ারী আটক

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁ শহরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২০ জুয়ারী সহ মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের মাছ বাজারের পাশে একটি বাড়ির দ্বিতীয় তলা এবং উপশেরপুর পেদাপাড়ার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাস আটক করা হয়।

আটকরা হলেন, সামসুর রহমান (৩৮), নাহিদ শেখ (২৬), মানিক হোসেন (৩৬), সিরাজুল ইসলাম (২৭), সুমন (২৮), সাজু মিয়া (৩০), ইউসুফ আলী (৪৪), আনারুল (৪৫), আরমান শেখ (৪৩), গৌতম হালদার (৪৪), জুয়েল রানা (৩৫), ইয়াছিন (৫০), ভোলা (২৭) এরা সকলে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি।

আরো হলেন, জেলার রানীনগর উপজেলার শুকুর আলী (৪২), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার উজ্জল ফকির (৪৫), দুপচাঁচিয়া উপজেলার জিয়াউর রহমান(৩৮)।এছাড়া জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মুনছুর আলী (৩৮), নূরুজ্জামান (৪২), জিয়ারুল (৩৩) ও রবিউল ইসলাম (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজারের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অনেকে পালিয়ে যায়। ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে জুয়া (তাস) খেলার সময় ১৬ জনকে আটক করা হয়। এসময় ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে, শহরের উপশেরপুর পেদাপাড়া একটি বাড়িতে অভিযান চালিয়ে জয়পুরহাটের চার জুয়ারীকে আটক করা হয়। এসময় এক লাখ ৫১ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

এ দুটি স্থানে দীর্ঘদিন থেকে একটি মহল জুয়া চালিয়ে আসছিল। আর সেখানে জুয়া খেলতে কয়েকটি জেলা থেকে জুয়ারীরা আসত।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, জুয়ারীদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। বিকেলে তাদের নওগাঁ আদালতে পাঠানো হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়