শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদার রশিদে বঙ্গবন্ধুর ছবি, জামায়াত নেতা গ্রেফতার

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তৈরী করা রশিদ দিয়ে চাঁদাবাজির ঘটনায় সিলেটে জামায়াত নেতা ডা. ঘারুনুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে জালালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন টাকা উত্তোলনের রশিদে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে জালালপুর ফাউন্ডেশন এবং ওমর একাডেমির নামে টাকা উত্তোলন করে যাচ্ছেন। প্রায় ১ সপ্তাহ থেকে টাকা উত্তোলন করে আসলেও পুলিশের নজরে আসেনি বিষয়টি।

বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে টাকা উত্তোলনের ঘটনায় দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে কয়েক দিন ধরে ক্ষোভ বিরাজ করছে।এ ঘটনায় মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া বাদি হয়ে জামায়াত নেতা মাওলানা সোলায়মানসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বুধবার ভোরে মোগলাবাজার থানা পুলিশ জালালপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত নেতা ড. হারুনুর রশিদকে গ্রেফতার করেছে।

গত কয়েকদিন থেকে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসা যাওয়া বৃদ্ধি পেয়েছে। এসব নেতৃবৃন্দ জামায়াত নেতা মাওলানা সোলায়মানের বাড়িতে থেকে সরকার বিরোধী নানা তৎপরতাও চালিয়ে যাচ্ছে।

মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করেন জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া। পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোরে একজনকে গ্রেফতার করেছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়