শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

এল আর বাদল : হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং দেখে মনে হয়নি তারা হেরে যাবে। বিশেষ করে পাকিস্তানের দুর্বল ব্যাটিংয়ে দ.আফ্রিকার জয়ের সম্ভাবনাই ছিলো বেশি। ১১০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে হাসান খানের দল। কিন্তু তাদের লোয়ারঅর্ডার ব্যাটসম্যান আলী জায়রাব হঠাৎ করে ঝলসে উঠে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার স্বপ্ন গুড়িয়ে দেন। হার না মানা ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে নিয়ে যান কাক্সিক্ষত জয়ের বন্দরে।
এর ফলে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। ২৬ জানুয়ারি শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বুধবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন আলী জারইয়াব আসিফ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন জ্যাসন নাইম্যান্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওয়ান্দিলে মাকওয়েতু। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুহাম্মদ মুসা। ম্যাচ সেরা হন পাকিস্তানের আলী জারইয়াব।

সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ১৮৯/৯ (৫০ ওভার)

পাকিস্তান: ১৯০/৭ (৪৭.৫ ওভার)

  • সর্বশেষ
  • জনপ্রিয়