শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুরে আসুন বরফের দেশ মানালি

ডেস্ক রিপোর্ট : যারা বরফ ভালবাসেন তাদের জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা মানালি। আমার মত যারা প্রথম বিদেশ ভ্রমণ করার চিন্তা করছেন তারা বেশ দুশ্চিন্তাই থাকেন কেমন খরচ হবে, ট্যুর প্ল্যান কিভাবে করবো, নিরাপত্তার ইস্যু ইত্যাদি।

এসব কিছু ঠিক করে অবশেষে কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছালাম বিকেলে। রাতেই দিল্লি কাশ্মিরি গেট থেকে বাসে মানালির উদ্দেশ্যে যাত্রা।

মানালির মল রোডে পৌঁছলাম সকাল ৯টার দিকে। এক নজর চারদিক তাকিয়ে দেখে নিলাম প্রকৃতির অপরূপ সৌন্দের্যে সেজেছে। মানালি নেমেই দেখেশুনে হোটেল নিয়ে নিলাম। হোটেল স্নো-ভিউতে ১৫০০ রুপি প্রতি রাত। এখানে ৪০০-৫০০ রুপি থেকে ২০০০ রুপির মধ্যে হোটেল পাওয়া যায়। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে ট্যাক্সি নিয়ে রওনা দিলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে।

সোলাং ভ্যালি সমতল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৪০০ ফিট উপরে। পুরো পবর্তময় জুড়ে শুধু বরফের ছড়াছড়ি, বড় বড় পাইন গাছগুলো বরফের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সোলাং ভ্যালির আইস পয়েন্টে আপনি চাইলে আইস স্কি, প্যারগ্লিডিং করতে পারেন। চাইলে ক্যাবল কারেও ঘুরতে পারেন।

যারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মানালি যাবেন তারা রোথাং পাস যেতে পারবেন না। এ সময় অতিরিক্ত বরফের কারণে রোথাং পাস বন্ধ থাকে। তবে চাইলে রোথাং পাসের স্বাদ নিতে পারেন হামতা পাসে। যদিও মানালি থেকে হামতা পাস যাওয়ার রাস্তা খুব একটা ভালো না। কিন্তু এতদূর পর্যন্ত এসে এরকম স্বর্গীয় সৌন্দর্য মিস করার কোনো মানেই হয় না।

দ্বিতীয় দিন রওনা হলাম হামতা পাসের উদ্দেশ্যে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,২০০ ফিট উপরে।

যেদিকে তাকাই শুধু বরফ আর বরফ। মনে হচ্ছিল- আইসক্রিমের রাজ্য দেখছি। কিছুটা সময় নিয়ে চারপাশটা দেখছিলাম আর ভাবছিলাম- একি সৃষ্টিকর্তার সৃষ্ট সৌন্দর্য দেখছি। সেই সৌন্দর্যের ব্যাখ্যা কি করে করবো, সেই জানা নেই।

মানালিতে সোলাং ভ্যালি, হামতা পাস, রোথাং পাস ছাড়াও হাড়িম্বা মন্দির, ক্লাব হাউজ, হিম ভ্যালি, বিয়াস নদী ঘুরে আসতে পারেন।

কিভাবে ভাবেন-

ঢাকা থেকে কলকাতায় বিমানে, বাসে ও ট্রেনে যাওয়া যায়। এরপর কলকাতা থেকে দিল্লি যেতে পারেন বিমান বা ট্রেনে। বাস বা জিপে যেতে পারেন দিল্লি থেকে মানালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়