শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বাজিমাত ‘সিক্রেট সুপারস্টার’, ৫ দিনেই ২৩৬ কোটি রুপি

রবিন আকরাম: ভারতে খুব বেশি সুবিধা করতে পারেনি আমির অভিনীত ও প্রযোজিত সিনেমা 'সিক্রেট সিপাস্টার'। দেশে আয় না করতে পারলেও চীনে ধাপিয়ে আয় করছে ছবিটি। মুক্তির ৫ দিনের মাথায় ছবিটি ২০০ কোটি পার করে ফেলেছে।

মাত্র ১৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা ভারতীয় বক্স অফিসে ১১০ কোটি রুপি আয় করে। কিন্তু গত শুক্রবার চীনে মুক্তির পর মাত্র দুই দিনে একশ কোটি এবং পাঁচ দিনে ২০০'শ ৩৬ কোটির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এ তথ্য জানিয়েছেন।

ইনস্টাগ্রামে তরুণ আদর্শ লিখেছেন, সোমবারেও চীনে সিক্রেট সুপারস্টার সিনেমার আয় অসাধারণ। ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। শুক্রবার ৬.৮৯ মিলিয়ন মার্কির ডলার, শনিবার ১০.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, রোববার ৯. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার, সোমবার ৫.০১ মিলিয়ন মার্কিন ডলার ও মঙ্গলবার ৪.৮৭ মিলিয়ন মার্কিন ডলার। সবমিলিয়ে ৩৭.২০ মিলিয়ন মার্কিন ডলার (২৩৬.৮১ কোটি রুপি)।

গত বছর চীনে মুক্তি পায় আমিরের দঙ্গল। প্রথম তিন দিনে এটি আয় করেছিল ৮০ কোটি রুপি। পরবর্তী সময়ে এর মোট আয় দাঁড়ায় ১২০০ কোটি রুপি। তবে সিক্রেট সুপারস্টার সিনেমাটি দঙ্গল’র রেকর্ড অতিক্রম করতে পারবে না বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। কারণ সামনেই আসছে চীনা নববর্ষ। এটি উপলক্ষে স্থানীয় সিনেমা মুক্তি পাবে। এ কারণে সিনেমাটি দর্শক টানতে সমর্থ্য হবে না বলে মনে করছেন তারা।

সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করেছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়