শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অব্যাহতি পেলেন নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট :  গৃহকর্মী নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। মঙ্গলবার কুইন্স সুপ্রিম কোর্ট জজ ব্যারি ক্রন এ সিদ্ধান্ত জানিয়েছেন। তার বিরুদ্ধে ৩৩টি মামলার অভিযোগ ছিল।

শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে গত বছরের ১২ জুন নিউইয়র্কে নিজ বাসা থেকে শাহেদুলকে গ্রেফতার করা হয়।

নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান জানান, মঙ্গলবার শাহেদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে শাহেদুলের পক্ষে অংশ নেন অ্যাটর্নি ডেনিয়েল আশরাক। শুনানি শেষে বিচারক ব্যারি ক্রন সব অভিযোগ খারিজ করে দিয়ে মামলা থেকে শাহেদুলকে অব্যাহতি দেন।

শাহেদুল ইসলাম জানান, আল্লাহর অশেষ রহমতে আদালত থেকে আমি অব্যাহতি পেয়েছি। আদালতে প্রমাণিত হয়েছে- আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ছিল। ৩৩টি অভিযোগই আদালত খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আমার ওপর আস্থা রেখেছেন, এ জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।

নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশি গৃহকর্মী রুহুল আমিন শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকির অভিযোগ এনে ২০১৬ সালে আদালতে মামলা করেন।

এ গৃহকর্মীকে তিনিই বাংলাদেশ থেকে নিউইয়র্কে নিয়ে এসেছিলেন। রুহুল আমিন ২৬ বছর ঠাকুরগাঁওয়ে শাহেদুলের পরিবারে কাজ করেছেন। গৃহকর্মীর মামলার পরিপ্রেক্ষিতে গত বছর ১২ জুন সকালে পুলিশ জ্যামাইকার বাসা থেকে শাহেদুলকে গ্রেফতার করে।

ওই দিন শাহেদুলকে কুইন্সের অপরাধ আদালতে তোলা হলে ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলারে জামিন মঞ্জুর করেন বিচারক। পর দিন ৫০ হাজার ডলারের বন্ড দিয়ে জামিনে মুক্তি পান শাহেদুল ইসলাম। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়