শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজাব পড়ে নবজাতকের ছবি দেওয়ায় কঠোর সমালোচনা

ওয়ালি উল্লাহ সিরাজ: হিজাব পড়ে নবজাতকের ছবি দেওয়ার কারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে নতুন বছরে জন্ম নেওয়া শিশু ও শিশুর মাকে নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ২০১৭ পেরিয়ে ২০১৮ তে পা দেওয়ার মাত্র ৪৭ মিনিট পড় জন্ম নেয় বাচ্চাটি। জন্ম নেওয়ার পরপরই তার মা-বাবার সাথে একটি ছবি সামাজিক গণমাধ্যমে পোস্ট করা হয়। তবে ছবিতে শিশু ও শিশুর মা হিজাব পরিধান করায় তাদেরকে নিয়ে পুরো সামাজিক গণমাধ্যমে কঠোর সমালোচনা করা হয়।

নিউইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনে বলা হয়, ছবি পোস্ট করার মাত্র ১০ ঘন্টার মধ্যে প্রায় ১৭ হাজার কমেন্ট আসে, যার মধ্যে অধিকাংশ মানুষই তাঁকে সমালোচনা করেন।

অনেকেই আবার এই পোস্টে বিভিন্ন কুমন্তব্য করলে ভিয়েনাতে কর্মরত দাতব্য সংস্থার প্রধান সের্চনার এর বিরোধিতা করেন। তিনি তার ফেসবুকে লেখেন, ‘জন্মের পরপরই এই নিষ্পাপ মেয়েটিকে এই অবিশ্বাস্য এবং ঘৃণ্য অনলাইন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।’

তার এই লেখার পর এটি সকলের চোখে আসে। ‘ফ্রিডম পার্টি’ এবং ‘কন্সারভেটিভ পিপলস পার্টি’ একত্রে মিলে অনলাইনে এই সমালোচনার বিরোধিতা করে। এই ঘটনার পর সেই পোস্টে সকল সমালোচনামূলক কমেন্ট এবং পোস্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অস্ট্রিয়াতে বরাবরই উচ্চ অভিবাসী হার এবং দূর দেশ থেকে আসা শরণার্থীর কারণে স্থানীয়দের সংখ্যা এখন আশংকাজনক অবস্থায় নেমে এসেছে। এজন্যেই এদেশে আসা শরণার্থীদের খুবই নিম্ন চোখে দেখা হয়। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়