শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নতুন পথ খুঁজছেন সুচি

তারেক : মিয়ানমারের নোবেলজয়ী নেতা অং সান সুচি আন্তর্জাতিক তীব্র চাপে রোহিঙ্গা সংকট মোকাবিলা ইস্যুতে নতুন নতুন পথ খুঁজছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের ঘটনায় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমালোচনা চলছে বিশ্বব্যাপী। এমন হত্যাযজ্ঞে সুচির নোবেল শান্তি পুরস্কার ছিনিয়ে নেয়ারও দাবি তুলেছেন অনেকে। এ পক্ষের লোকজনের বক্তব্য, স্বৈরশাসনের হাত থেকে মানুষের মুক্তির জন্য দীর্ঘকাল লড়াই চালিয়ে যাওয়া সুচিই এখন স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

একটি বিষয় তারা স্পষ্ট বুঝতে পেরেছে তাহলো, শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে জাতীয় অগ্রাধিকারের যেসব ঘোষণা তারা দিয়েছে, মিয়ানমার সম্পর্কে আন্তর্জাতিক উপলব্ধি বা ধ্যান-ধারণার ফলে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই উচ্চ পর্যায়ের ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিশন গঠন করেছেন অং সান সুচি। এ কমিশনের প্রধান করা হয়েছে থাইল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুরাকিয়ার্ট সাথিরাথাই’কে।

এই কমিশন দেশটির জটিল রাজনৈতিক ও মানবিক সংকট সমাধানের সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করবে। এ খবর দিয়েছে অনলাইন নিক্কি এশিয়ান রিভিউ। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রথম দফায় রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে পৌঁছানোর পর উদ্বোধনী মিটিং করবে ওই কমিশন। একদিকে মিয়ানমার তীব্র সমালোচনার মুখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে পশ্চিমাদের সম্ভাব্য অবরোধের মুখে রয়েছে মিয়ানমার।

রিপোর্টে বলা হয়েছে, গত আগস্টে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি প্যানেল রাখাইনে জাতিগত সংকট সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কে বেশকিছু সুপারিশ উত্থাপন করেন। এর প্রেক্ষিতে অং সান সুচি ওই নতুন ১০ সদস্যের ওই প্যানেল বা কমিশন গঠন করেছেন। এর নাম দেয়া হয়েছে এডভাইজরি বোর্ড অব দ্য কমিটি ফর ইমপ্লিমেন্টেশন অব দ্য রিকমেন্ডেশনস অন রাখাইন স্টেট।

নতুন এই কমিটি আগামী কয়েক দিনের মধ্যে অং সান সুচির সঙ্গে প্রথম বৈঠকে বসার কথা রাজধানী ন্যাপিডতে। এর ফলে সরকার ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমে আসবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কফি আনান কমিশনের সুপারিশ গ্রহণযোগ্যতা ও তার পরিণতি সম্পর্কে কাজ করা হবে। আনান কমিশন ৮৮টি সুপারিশ করেছে।

এর মধ্যে অন্যতম হলো রোহিঙ্গাদের নাগরিকত্ব, তাদের চলাচলের অবাধ স্বাধীনতা। সুচির গঠন করা নতুন কমিশনের নেতৃত্বে থাকা থাইল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুরাকিয়ার্ট মিয়ানমারের প্রতি নমনীয়তা প্রদর্শন করেছেন তার ক্ষমতার মেয়াদে। এখন তিনি চেষ্টা করছেন ওই সময়কার মিয়ানমারের সামরিক জান্তা ও প্রধানমন্ত্রী খিন নাউন্টের সঙ্গে যোগাযোগ করতে এবং বর্তমান সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। সুরাকিয়ার্টের রয়েছে আঞ্চলিক রাজনৈতিক অভিজ্ঞতা। ধারণা করা হচ্ছে তা ব্যবহার করে তিনি মিয়ানমারের অভ্যন্তরীণ ও বৈদেশিক অংশীদারদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। তার সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী রোয়েলফ পেট্রাউস মেয়ার, নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসন ও সুইডেনের পার্লামেন্টের স্পিকার আরবান আহলিন। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে সম্মত হয় কিনা সে বিষয়ে তারা কাজ করবেন বলে মনে করা হচ্ছে। যুগান্তর, মানবজমিন, এমটিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়