শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুয়ার আসরে বাঁধা দেয়ায় পুলিশের উপর হামলা: আটক ৭

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে জুয়ার আসর ভেঙ্গে দেয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে জুয়ারীরা। এসময় তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে।এদের মধ্যে ২ জন পরিবহন শ্রমিক থাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে।

পুলিশ, পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী পূজা উপলক্ষে সোমবার রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাগটেকা প্রাথমিক বিদ্যালয় এলাকায় জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়ে জুয়ার আসর ভেঙ্গে দেয়।

এতে জুয়াড়ীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের ইট পাটকেল নিক্ষেপে পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায় এবং দুই পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ৫ জনকে আটক করেন। সেখান থেকে ফেরার সময় পশ্চিম জুড়ী স্বাস্থ্য কেন্দ্রের নিকট থেকে মোটরসাইকেলসহ সন্দেহজনক আরও দুই জনকে আটক করা হয়।

পরিবহন শ্রমিকদের দাবি উক্ত দুই সাইকেল আরোহী হারুনুর রশীদ বাবু ও বিধান দাস পরিবহন শ্রমিক। এরা বিয়ে বাড়ী থেকে ফেরার পথে পুলিশ তাদের আটক করে। এদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় পরিবহন শ্রমিকরা জুড়ী বাস ষ্ট্যান্ডে গাড়ী দিয়ে বেরিকেড সৃষ্টি করে সড়ক অবরোধ করে।

পরে অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, বাস মালিক সমিতির সভাপতি মইন উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে বৈঠকের পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়