শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় ক্ষমতাসীন সিপিএমের প্রার্থী তালিকায় প্রবীণদের প্রাধান্য

অনল রায় চৌধুরী, আগরতলা : ত্রিপুরার ক্ষমতাসীন দল বামফ্রন্টের প্রার্থী তালিকায় বয়োবৃদ্ধদের প্রাধান্য দেয়া হয়েছে। যদিও নতুন ১০টি মুখ তুলে ধরা হয়েছে। বুধবার বামফ্রন্টের ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ইতিপূর্বে যারা প্রার্থী ছিলেন এবং বিধানসভায় নির্বাচিত হয়ে এসেছে তাদের সিংহ ভাগকেই প্রার্থী করা হয়েছে।

বর্তমান শাসক দলিয় বিধায়কদের মধ্যে মাত্র ৫ জনকে এবার প্রার্থী করার থেকে বিরত থাকছে সিপিআইএম। এবারের প্রার্থী তালিকায় ১০ জন নতুন মুখ ছারাও আরো ২ জন এমন প্রার্থী রয়েছে যাদের মধ্যে একজন প্রাক্তন বিধায়ক এবং অপরজন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন।

এক প্রশ্নের উত্তরে বামফ্রন্টের নবনিযুক্ত আহবায়ক বিজন ধর জানিয়েছেন, সিপিআইএম তরুণদের প্রাধান্য দেয়না এমন নয় কিন্তু অভিজ্ঞতারও গুরুত্ব রয়েছে। তাই নতুন ১০ জনকে আনা হয়েছে কিন্তু প্রাক্তনদেরও রাখা হয়েছে।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ছামনু কেন্দ্রের প্রার্থী মিরাজয় ত্রিপুরার বয়স সবচেয়ে বেশি তার বয়স ৮০ ঊর্ধ্বে এবং বড়জলা কেন্দ্রের প্রার্থী ঝুমু সরকার সর্বকনিষ্ঠ। তার বয়স ৪০ এর নিচে বলে জানিয়েছেন বিজন ধর।

উল্লেখ করা যেতে পারে প্রার্থী তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসা পরিষেবা নিতে প্রায়শই বহিরাজ্যে যেতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়