শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯১ রানের জয় নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা

[caption id="attachment_439844" align="alignleft" width="500"] ছবি: আবু সুফিয়ান রতন[/caption]

এ. জামান: ২১৭ রানের ছোট লক্ষ্য থাকলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়লো টাইগাররা। জিম্বাবুয়ের ওপেনিং জুটি দিয়ে শিকার শুরু করেন মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের চতুর্থ ওভারে মাশরাফির বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হ্যামিলটন মাসাকাদজা। এরপর সাকিব, সানজামুল, রুবেলকে নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকেন। শেষ পর্যন্ত ১২৫ রানে গুটিয়ে দেয় সফরকারীদের।

শুরুতে মাশরাফি ও সাকিবের স্পেলে দুজনই হেনেছিলেন জোড়া আঘাত। ইনিংসের দশম ওভারে মাশরাফির বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ হয়েছেন ক্রেইগ আরভিন। ইনিংসের সপ্তম ওভারে পরপর দুই বলে দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে সলোমন মিরেকে বোল্ড করেন তিনি। আর ষষ্ঠ বলে ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

এরপরের স্পেলে বোলিংয়ে আসেন কাটার মাস্টার মুস্তাফিজ। পরপর টানা তিন ওভার বোলিং করে তিনটি ওভারে কোন রান দেননি দ্য ফিজ। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা সর্বেোচ্চ করেন ৩৯ রান।

এরপর আসেন সানজামুল। তিনিও তার স্পেলে তুলে নেন জোড়া উইকেট। সাকিব ৩টি মাশরাফি ও সানজামুল ও মুস্তাফিজ ২টি করে, রুবেল নেন একটি উইকেট। ১০৫ বলে ৭৬ রানের নান্দনিক ইনিংস খেলা তামিম ইকবাল ম্যাচ সেরা নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়