শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনকারীদের বিচার চাইলেন ছাত্রলীগ সভাপতি (ভিডিও)

জাহিদ হাসান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অস্বীকার করে উল্টো তাদের ওপর দায় চাপালেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। মঙ্গলবার বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি আন্দোলনকারীদের বিচার দাবি করেন।

সোহাগ বলেন, আন্দোলনকারীরা আন্দোলনের নামে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তারা উপাচার্যের ওপর হামলা করেছে। ভাঙচুর চালিয়েছে। আমরা তাদের বিচার চাইছি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি।

এ সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল-হাসান বলেন, আন্দোলনকারীরা নারী শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালিয়েছে। শারীরিকভাবে নিপীড়ন চালিয়েছে।

তিনি মোবাইলে ছবি দেখিয়ে বলেন, বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই আন্দোলনে লিড দিয়েছে। তারা সাধারণ শিক্ষার্থী হয় কি করে?
অবশ্য তার কিছুক্ষণ আগেই আবিদ দাবি করেন, আন্দোলনকারীরা জঙ্গি কায়দায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। তাদের মধ্যে শিবির ছিল।

মধুর ক্যান্টিনে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলাকে কেন্দ্র করে ঘটতে থাকে একের পর এক ঘটনা।

‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ এরপর হামলাকারীদের বহিষ্কার দাবিতে আন্দোলন শুরু করেন। তাদের দাবি, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দানিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ক ও হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করতে হবে৷ নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। সাত কলেজের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরকে পদত্যাগ করতে হবে৷

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়