শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত হচ্ছে পুলিশ মেমোরিয়াল স্মৃতি সৌধ

সুজন কৈরী : কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নির্মিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল’ স্মৃতি সৌধ।

মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাসে এ স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

আইজিপি বলেন, কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। নিহত পুলিশ সদস্যরা পুলিশ বাহিনীর গৌরব ও দেশের গর্ব। দেশ ও জনগণের প্রতি গভীর ভালবাসা এবং দায়িত্ববোধের কারণেই তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বছরের একটি নির্দিষ্ট দিনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানকে স্মরণ করা হয়। বাংলাদেশ পুলিশও গত বছর থেকে ১ মার্চ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করছে। কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সকল রেঞ্জ ও জেলা পর্যায়ে দিবসটি পালন করা হচ্ছে।

উল্লেখ্য, জনসাধারনের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পুলিশ সদস্যরা নিষ্ঠার সাথে এ গুরু দায়িত্ব পালন করে থাকেন। কর্তব্য পালনকালে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হন। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানানোর জন্য পালন করা হয় ‘পুলিশ মেমোরিয়াল ডে’। গত বছর থেকে ১ মার্চ দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে দিবসটি পালিত হয়ে আসছে।

এর আগে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দফতরে নবনির্মিত নিলীমা ও চন্দ্রিমা নামক বহুতল দুটি আবাসিক ভবন এবং একটি অফিসার্স মেসসহ মৌলভীবাজার, শ্রীমঙ্গল, যশোর, নেত্রকোনা ও বরগুনা অফিসার্স মেস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজপি। এছাড়া মিরপুর পিওএম বিভাগের ধ্রুবতারা নামক আবাসিক ভবনের উদ্বোধন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়