শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আই অ্যাম এ ফাইটার, এ লিডার : আইভী

জিয়াউদ্দিন রাজু: আই অ্যাম এ ফাইটার, আই অ্যাম এ লিডার উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মেয়র হিসেবে আমি দলমত নির্বিশেষে সবার মেয়র। আর আওয়ামী লীগের হিসেবে আমি জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী।

মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে থেকে রিলিজ নিয়ে নারায়ণগঞ্জের বাসায় ফিরে যাওয়ার সময় সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের সাহস ও নৈতিকতার কাছে অস্ত্রের ঝনঝনানির পরাজয় হয়েছে। এ শহরের শান্তি কাউকেই নষ্ট করতে দেয়া হবে না। সিটি কর্পোরেশন কীভাবে চলবে তা নারায়ণগঞ্জের বাসিন্দারা নির্ধারণ করবেন। বাইরে থেকে কেউ এসে আদেশ করবে তা মেয়র হিসেবে আমি তো নয়ই, নারায়ণঞ্জবাসীও মেনে নেবে না। তিনি আরো বলেন, ফুটপাত দিয়ে নাগরিকরা চলাচল করবে। ফুটপাত দিয়ে মানুষ হাটবে। হকারদের জন্য চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে, তারা সেখানে যাবে।

মেয়র আইভী বলেন, কারও প্রতি আমার অভিযোগ নেই। যে বিরোধ রয়েছে তা নীতি ও আদর্শের। নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়েই সব সময় নীতি-নৈতিকতা মেনে চলব, কখনও আপোস করব না।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

ঘটনায় একদিন পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়