শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর বিচার আছে, খালেদা জেলে যাবেন: এরশাদ

মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আদালতের দেওয়া সাজা মাথায় নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলে যাবেন; আদালতে বিচারাধীন মামলার গতিপ্রকৃতি দেখে সেটাই মনে হচ্ছে। আর তা হলে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপির একাংশ নির্বাচনে যেতে চাইবে না। আবার একাংশ দলকে বাঁচিয়ে রাখার কথা বলে নির্বাচনে যাবে বা যেতে পারে। অবস্থা এমন হলে বিএনপির কেউ কেউ জাপায় যোগ দেবে। অবস্থা যাই হোক, পরিস্থিতি জাতীয় পার্টির (জাপা) অনুকূলেই থাকবে। তখন জাপাই হবে সেই নির্বাচনে জোট গঠনে বা জোটের বাইরে গুরুত্বপূর্ণ শক্তি বা দল।

তিনি আরও বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর আমাকে জেলে নেওয়া হয়েছে, আমার স্ত্রী–সন্তানকেও জেলে যেতে হয়েছে। আল্লাহর বিচার আছে, এবার খালেদা জিয়াও জেলে যাবেন।

মঙ্গলবার দুপুরে রংপুর পল্লী নিবাসে গণমাধ্যমকর্মীদের উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এরশাদ আরও বলেন, রংপুর সিটি নির্বাচনের বিজয়ের পর জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। আমি মৃত্যুর আগে দেশ পরিচালনার জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। শান্তি ও নিরাপত্তার ভরসা একমাত্র জাতীয় পার্টি।

এসময় উপস্থিত ছিলেন, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্যও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও নব নির্বাচিত রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমূখ। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়