ডেস্ক রিপোর্ট: এবার ভারতে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে স্বামীর সামনে ২২ বছর বয়সী স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
রোববার রাতে ভারতের গুরগাঁও সেক্টর ৫৬ এর বিজনেস পার্ক টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, গত কয়েক মাস ধরে ওই স্থানে আগের তুলনায় ধর্ষণ ও যৌন নির্যাতন বহুগুনে বৃদ্ধি পেয়েছে।
জি নিউজ অনলাইনে এ খবর পাওয়া গিয়েছে। যাতে বলা হয়েছে, ধর্ষনের শিকার ওই নারী ও তার স্বামী পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের এক নিকটাত্মীয়ের গাড়িতে করে বাসায় ফিরছিলেন। তাদের গাড়ি গুরগাঁও সেক্টর ৫৬-এর বিজনেস পার্ক টাওয়ারের কাছে পৌঁছতেই তা থামে। এ সময় তার স্বামী প্রাকৃতিক কর্ম সম্পাদন করতে গাড়ি থেকে নামেন। গাড়িতে তখন ওই যুবতী বধু ও তার ওই নিকটাত্মীয়রা ছিলেন। এরপর অকস্মাৎ সেখানে দুটি গাড়ি উপস্থিত হয়। তা থেকে চারজন লোক নেমে আসে এবং এক তারা ওই যুবতীকে গাড়ি থেকে টেনে বের করে নেয়। তাদের একজন ওই যুবতীকে যৌন নির্যাতন করতে থাকে। অন্যতিনজন এ সময় তার স্বামী ও ওই নিকটাত্মীয়কে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। পালিয়ে যাওয়ার আগে তারা নির্যাতিত যুবতী ও তার পরিবারকে পুলিশের কাছে গেলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে গুরগাঁও পুলিশ প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মানিশ সেহগাল বলেন, গুরগাঁওয়ের সোহনা এলাকার জোহালকা গ্রামের বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।