শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ছন্দপতন – ২১৬তে ইনিংস শেষ

নিজস্ব প্রতিবেদক : তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে পারলেন না। হঠাৎ ছন্দপতনে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করলো বাংলাদেশ। সুতরাং, জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২১৭ রান।

দলের পক্ষে তামিম ইকবাল করলেন ৭৬ রান। সাকিব আল হাসান করলেন ৫১ রান। বাকিদের মধ্যে দুই অঙ্কের ঘরে রান করলেন মুশফিকুর রহিম (১৮), সানজামুল ইসলাম (১৯) ও মোস্তাফিজুর রহমান (১৮)। ইনিংস শেষে রুবেল হোসেন অপরাজিত থাকেন ৮ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার ৪টি, কাইল জারভিস ৩টি, সিকান্দার রাজা ১টি ও টেন্ডাই সাতারা ১টি করে উইকেট নেন। আজ চারটি উইকেট নেয়ার মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ১০০টি উইকেটের মালিক হয়েছেন গ্রায়েম ক্রেমার।

ব্যাটিংয়ে নেমে দলীয় ছয় রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়। তিনি করেন এক রান। এরপর তামিম ইকবালের সঙ্গে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। তিনি করেন ৫১ রান। ওয়ানডে ক্রিকেটে এটি তার ব্যক্তিগত ৩৭তম অর্ধশত। ইনিংসের ২৮তম ওভারে সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হন সাকিব।

গত ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও আজ ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ইনিংসের ৩৫তম ওভারে গ্রায়েম ক্রেমারের বলে মুজারাবানির হাতে ধরা পড়েন মুশফিক।

৩৭তম ওভারে গ্রায়েম ক্রেমারের বলে এলবিডব্লিউ হন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ৩৯তম ওভারে গ্রায়েম ক্রেমারের বলে স্ট্যাম্পিং হন তামিম ইকবাল। তিনি করেন ৭৬ রান। এই ইনিংসের মাধ্যমে তামিম ইকবাল আজ অনন্য দুইটি মাইলফলক স্পর্শ করেন এই টাইগার ওপেনার। একটি হচ্ছে ওয়ানডেতে একই ভেন্যুতে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানের দিক থেকে বিশ্বে তামিম ইকবালই সেরা। অন্যটি হচ্ছে প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

দলের বিপদে হাল ধরতে পারেননি সাব্বির রহমান। ৪০তম ওভারে কাইল জারভিসের বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ হন তিনি। ৪৩তম ওভারে কাইল জারভিসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন নাসির হোসেন। ৪৩তম ওভারে গ্রায়েম ক্রেমারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মাশরাফি বিন মুর্তজা। ৪৯তম ওভারে টেন্ডাই সাতারার বলে মুজারাবানির হাতে ক্যাচ হন সানজামুল ইসলাম।

সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়ে বাংলাদেশ ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে রেখেছে। জিম্বাবুয়ে যদি আজ জয় পায় তাহলে তারা ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে। আগামী ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। বাংলাদেশ যদি আজ ও বৃহস্পতিবার হেরে যায় তাহলে জিম্বাবুয়ে ও নেট রান রেটের ভিত্তিতে যারা পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে ফাইনালে তারাই বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ ইনিংস: ২১৬/৯ (৫০ ওভার)

(তামিম ইকবাল ৭৬, এনামুল হক বিজয় ১, সাকিব আল হাসান ৫১, মুশফিকুর রহিম ১৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২, সাব্বির রহমান ৬, নাসির হোসেন ২, মাশরাফি বিন মুর্তজা ০, সানজামুল ইসলাম ১৯, মোস্তাফিজুর রহমান ১৮*, রুবেল হোসেন ৮*; কাইল জারভিস ৩/৪২, টেন্ডাই সাতারা ১/৩৩, ব্লিজিং মুজারাবানি ০/৩৬, সিকান্দার রাজা ১/৩৯, গ্রায়েম ক্রেমার ৪/৩২, ম্যালকম ওয়ালার ০/৩২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়