শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেশের এগিয়ে যাবার কথা যারা অস্বীকার করে তারা জ্ঞানপাপী’

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। এ দেশ এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত, অনেক বেশি ভালো আছে।

তিনি বলেন, এই সত্যকে যারা অস্বীকার করে তারা জ্ঞানপাপী এবং এই অগ্রগতিকে বাধা দেবার চেষ্টা করে তারা এ দেশটার ভালো চায় না। তারা হলো জামায়াতে ইসলামী, একাত্তরের রাজাকার আল বদর।

মন্ত্রী সোমবার রাতে কুমিল্লায় কুমিল্লা ক্লাবের একশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বিরোধী জামায়াতে ইসলামীরাই দেশে সন্ত্রাস সৃষ্টি করছে। এরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, এরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো।

নগরীর ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সন্ধ্যায় কুমিল্লা ক্লাবের একশ বছর পূর্তির দুই দিনব্যাপী উৎসবে কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

বক্তব্য রাখেন, শতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আরফানুল হক রিফাত, অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, ক্লাব সাধারন সম্পাদক আবদুল হান্নান।

কুমিল্লার ১০ জনকে মরণোত্তর এবং ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। পরে সংগীত পরিবেশন করেন ভারতীয় শিল্পী মিতালি মুখার্জি ও কুন্তল ব্যানার্জি।

নগরীর প্রাণকেন্দ্রে ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় ‘কুমিল্লা ক্লাব’। গৌরবের শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে এ উপলক্ষে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়