শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুম হওয়ার ৯ বছর পর ফিরে এলেন জালাল

হ্যাপী আক্তার : গুম ও খুনের অভিযোগে ৯ বছর ধরে মামলা চলার এক পর্যায়ে গত ১৫ জানুয়ারি ফিরে এসেছেন নিখোঁজ জালাল উদ্দীন। এমন ঘটনায় হতবাক বিচারক, আসামী এমনকি বাদিপক্ষও। জালালের রহস্যজনক উধাও হওয়া ও ফিরে আসার জবান বন্দীর নেওয়ার পর বিচারক নতুন করে মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।

হত্যাকান্ডে যখন বাদি ও বিবাদি যুক্তিতর্ক উপস্থাপন চলছে আদালত প্রাঙ্গনে। যাকে হত্যাকন্ডের দায়ে আসামীরা আাদালতের কাঠগড়ায়, সেই জালাল উদ্দীন ফিরলেন আশ্চর্যজনকভাবে।

জালালের স্ত্রীর অভিযোগ চাকরিসহ বিদেশে নিয়ে যাবার কথা বলে ২০০৯ সালে তাদের কাছ থেকে ২লাখ ৫০ হাজার টাকা নেয় আসামীরা। এক পর্যায়ে জালালকে ঢাকায় নেওয়া হয়। তারপর থেকে জালালকে আর খোঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ২০১০ সালে কিশোরগঞ্জের হোসেনপুর থানায় শঙ্করবাবু, আসাদ মল্লিক ও রুহুল আমিনসহ ৫ জন ব্যাক্তিকে আসামি করে গুম ও খুনের মামলা করেন জালালের স্ত্রী ললিতা বেগম।

কিশোরগঞ্জ জজ আদালতের পিপি শাহ আজিজুল হক বলেছেন, এই ধরনের ঘটনা একটি ব্যতিক্রম ও অস্বাভাবিক বিধায় বিজ্ঞ আদালত পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নিম্ন আদালতকে নিদের্শ দিয়েছে।

প্রকৃত ঘটনাটিকে ধামাচাপ দিতে বাদিপক্ষের জালাল উদ্দীন মানসিক ভারসাম্য ও স্মৃতি হারনোর নাটক সাজাচ্ছে বলে অভিযোগ আসমি পক্ষের। আসামি আর বাদি পক্ষের বিবাদে তৃতীয় একটি পক্ষ লাভবান হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জালালকে গুম ও খুনের মামলায় পুলিশের তদন্তের ভূমিকা এবং তৃতীয় পক্ষের মদদ দাতাদের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় আসামীরা। সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়