শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটি রাজনীতিতে একটি ইতিবাচক দিক

ড. দিলারা চৌধুরী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার জন্য বলেছেন। এটি ভালো কথা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে অত্যন্ত নিরাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের দেশের সব মানুষের আশা একটি ভাল নির্বাচন । রূপরেখার ব্যাপারে বিএনপি কতটুকু প্রস্তুত, আমরা বলতে পারব না। প্রধানমন্ত্রীর বক্তৃতার পর বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে রুখে দাড়িয়েছে, এতে আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ, এ বছর বাংলাদেশের সামনে বিএনপি এবং আওয়ামী লীগকে অনেক চ্যালেঞ্জ এর সম্মুখিন হতে হবে। এর মধ্যে কোনো ধরণের সংঘাত কাম্য নয়।

এখন রোহিঙ্গা সমস্যা আছে। শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিচার বিভাগে ৩৩ লাখ মামলা ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। দেশের অনেক উন্নয়ন হয়েছে, এটি আমি বিশ্বাস করি। মানুষের আয় বেড়েছে, এটিও বিশ্বাস করি। তারপরও কিছু দিক আমাদের চোখে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় সংঘাত, বৈষম্য, বিভিন্ন খাতে দুর্নীতি হয়েছে। যেটির প্রমাণ ছিল, মৌলভী বাজারে শহর রক্ষার বাঁধ ভেঙ্গে গেল। টাকা গেলেও অনেক সরকারী কাজ ভালোভাবে হয় না।

এমন নানা সমস্যা আছে আমাদের দেশে। তার মধ্যেও বড় সমস্যা রোহিঙ্গা। এবার মূদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনাও আছে। কারণ, আমাদের আমদানী বেড়েছে কিন্তু রপ্তানী কমেছে। মুদ্রাস্ফীতি দেশে নিত্যপণ্যের দাম বাড়াতে পারে। সব মিলিয়ে বছরটিতে অনেক সমস্যা মোকাবিলা করা লাগবে। এখন যদি বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেয় ভালো। এটি রাজনীতিতে একটি ইতিবাচক দিক। তবে এজন্য তো বসতে হবে।

পরিচিতি: রাজনৈতিক বিশ্লেষক
মতামত গ্রহণ: মোহাম্মদ আবদুল অদুদ
সম্পাদনা: গাজী খায়রুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়