শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু যৌন নির্যাতন ও হত্যা মামলায় প্রকাশ্যে ফাঁসির প্রস্তাব পাক সিনেট কমিটির

ওমর শাহ: পাকিস্তান সিনেটে স্ট্যান্ডিং কমিটি শিশু অপহরণ, হত্যা ও শিশু যৌন নিপীড়নকারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে একটি আইন করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়, ১৪ বছরের কম বয়সী শিশুদের অপহরণ, হত্যা ও যৌন নিপীড়নে অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করার জন্য আইন করা হোক।

সোমবার সিনেটর রেহমান মালিকের সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এই প্রস্তাবের পক্ষে তাদের রায় জানায়। এ সময় তারা শিশু নিপীড়ন ঘটনাগুলো দ্রুততম সময়ে নথিভুক্ত করতে হোয়াটস অ্যাপ হেল্পলাইন স্থাপনের জন্য পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান জানায়। স্ট্যোন্ডিং কমিটির বৈঠকে সম্প্রতি দেশটির কাসুর গ্রামে ৬ বছর বয়সী শিশু জয়নব আনসারিকে ধর্ষণ ও হত্যাকা-ের নিন্দা জানিয়ে প্রস্তাবটি পাস করা হয়।

কিভাবে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে সে বিষয়ে ১ মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার জন্য সিনেটর শাহী সাইদের নেতৃত্বে একটি সাব কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে। কাসুরে পর পর কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও এ বিষয়ে কোন সুরাহা হয়নি। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন নিহত জয়নবের বাবা মোহাম্মদ আমিন। তিনি সোমবান স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত হয়ে এই অভিযোগের কথা জানান। সূত্র: ডেইলি পাকিস্তান ও ডননিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়