শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জাতিসংঘ না থাকলে প্রত্যাবাসন  ঝুলে থাকবে’

আশিক রহমান : রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের

মাধ্যমে যদি সম্পন্ন করা না হয় তাহলে তা খুব একটা অর্থবহ হবে বলে মনে হয় না। যতক্ষণ না এমনটি নিশ্চিত হচ্ছে, ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকবে বলেই আমার ধারণা। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন সিপিবির সভাপতিম-লীর সদস্য ও রাজনৈতিক ভাষ্যকার হায়দার আকবর খান রনো।

তিনি বলেন, রোহিঙ্গারা একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়ে এদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের আমরা জায়গা দিয়েছি, প্রশংসাও পেয়েছি সারাবিশ্ব থেকে। ভিটেমাটি হারা হলেও তারা এখন এখানে অনেকটা স্বস্তির মধ্যে আছে। নিরাপদে আছে। সে কারণে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে তাদের মধ্যে একটা অনীহা ভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার মানে তো তাদেরকে আমরা জোর করে পাঠাতে পারি না, জোর করে পাঠানো যাবেও না।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে আমরা বললেই কি ওরা (রোহিঙ্গারা) চলে যাবে? যাবে না। ধরুন বাংলাদেশ যদি স্বাধীন না হতো, যে এক কোটি মানুষ তখন ভারতে গিয়েছিল, কোনো একটা অবস্থায় যদি বলা হতো সব ঠিকঠাক হয়ে গেছে, সবাই দেশে ফিরে আসো, কয়টা মানুষ ফিরত? স্বাভাবিক, নিরাপত্তা নিশ্চিত না হলে কেউ ফিরতে চাইত না।

এক প্রশ্নের জবাবে হায়দার আকবর খান রনো বলেন, মিয়ানমার তাদের খুশি মতো তালিকা দিবে, আর এটা আমরা মেনে নিব? এটা সঠিক ও ন্যায্য হবে? হবে না। কারণ আমাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ফলে মিয়ানমার যদি কোনো অপকৌশল করার চেষ্টা করে তা হতে দেওয়া যাবে না। সারাবিশ্বকে নিয়ে তা প্রতিহত করতে হবে। এবং রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে দুনিয়াকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাহলেই রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানের সম্ভাবনা জোরালো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়