শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনামের কমিউনিস্ট নেতার ১৩ বছরের জেল

মরিয়ম চম্পা : দুর্নীতির দায়ে অভিযুক্ত ভিয়েতনামের কমিউনিস্ট নেতা দিন লা থাঙকে ১৩ বছরের জেল দিয়েছেন দেশটির আদালত। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা মামলায় কমিউনিস্ট পার্টির জেষ্ঠ্য নেতা ‘দিন লাকে উচ্চ আদালতের শুনানি শেষে এই রায় দেয়।
সাবেক পলিটব্যুরোর সদস্য দিন লাকে দেশটির পেটরোভিয়েতনাম ওয়েল ফার্মের ব্যবস্থাপনার নামে অর্থ আত্মসাতের দায়ে দোসি সাব্যস্ত করা হয়। এই দুর্নীতির কাজে ব্যাংক কর্মকর্তাদের সহযোগীতার যোগসূত্র খুজে পেয়েছে বলে জানায় আদালত।
গতকাল সোমবার একই মামলায় পেট্রো ভিয়েতনাম কোম্পানির অন্য এক কর্মকর্তা ট্রিন হুয়ান থানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
গত বছর আন্তর্জাতিক আদালতে লা থাঙ-এর মামলাটি নতুন করে নজরে আসে, যখন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম সরকারের বিরুদ্ধে বার্লিন থেকে লা থাঙকে অপহরণের অভিযোগ আনেন।
ভিয়েতনাম আদালতের এক বিবৃতিতে বলা হয়, যেই কমিউনিস্ট পার্টি একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে তাদের দলের নেতাই আজ দুর্নীতির দায়ে অভিযুক্ত।
দেশটির ক্ষমতাশীন দল জানায়, সাবেক কমিউনিস্ট নেতার এই দুর্নীতিতে বড় সহায়তা করেছে বিরোধী দল।
ভিয়েতনামের হ্যানয় আদালতে একই দিনে আরও ২০ ব্যক্তিকে কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় কোন বিদেশি গণমাধ্যমকে প্রবেশের অনুমোতি দেয় নি দেশটির আদালত। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়