শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়করাজ স্মরণে মম’র গান

আবু সুফিয়ান রতন: বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মবার্ষিকী। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। এদেশের চলচ্চিত্রের পরতে পরতে তার ছোঁয়া লেগে আছে। গত বছরের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

নায়করাজকে ছাড়াই এবার তার প্রথম জন্মদিন পালন করা হবে। নায়করাজের শূণ্যতাকে ধারণ করে আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হচ্ছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র গাওয়া ‘রাজ্জাক দাদু’ গান ও এর ভিডিও। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন। গানের ভিডিওতে মম নিজেই অংশ নিয়েছেন। আর ভিডিও পরিচালনা করেছেন মোঃ আতিকুর রহমান।
এ প্রসঙ্গে মম বলেন, ২০১৩ সালে আমার গাওয়া দেশের গান ‘শোন শোন বাংলাদেশ’ গানের ভিডিওতে নায়করাজ একটি দৃশ্যে অংশ নিয়েছিলেন। সে সময় তার সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু গত বছর তার প্রয়াণে আমি অনেক কষ্ট পেয়েছি। তার স্মৃতিকে ধারণ করেই এই গানটি গেয়েছি।
নির্মাতা মোঃ আতিকুর রহমান বলেন, ‘রাজ্জাক দাদু’ গানের ভিডিওতে নায়করাজের ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্রগুলোর অংশ বিশেষ ও সম্মাননা গ্রহণের দৃশ্যগুলো সংযোজন করা হয়েছে। গানটি দর্শক-শ্রোতাদেরকে নায়করাজের প্রতি নষ্টালজিক করে তুলবে বলেই আমার বিশ্বাস।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার ইউটিউবে Atiqa Rahman Momo ও BaznaBD চ্যানেল দুটিতে ‘রাজ্জাক দাদু’ গানটির ভিডিও প্রকাশিত হবে। এছাড়া একই সঙ্গে মম’র ওয়েবসাইট http://atiqamomo.com/ -তেও গানটির ভিডিও আপলোড করা হবে।
উল্লেখ্য, মম বর্তমানে ৭ম শ্রেণির ছাত্রী। বেশ ছোটবেলা থেকেই নিয়মিত গান করছেন শিশুশিল্পী মম। এ পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৩ সালে দেশাত্মবোধক গান ‘শোন শোন বাংলাদেশ’-এর মাধ্যমে আলোচনায় আসেন মম। তার গাওয়া আরো কিছু গানের মধ্যে উল্লেখযোগ্য সময়ের সিঁড়ি বেয়ে, আমি শিশু হয়ে থাকব মাগো, যেতে দাও আমাকে যেতে দাও, ছোট্ট বেলায় তুই আমার হাতে, আমি রোহিঙ্গা মেয়ে প্রভৃতি। মনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ারের মতো স্বনামধন্য গীতিকারদের পাশাপাশি ফরিদ আহমেদ, আহমেদ কিসলু, আলী হোসেনের মতো খ্যাতিমান সুরকারদের সুরেও গান গেয়েছেন মম। তার গানের বিভিন্ন ভিডিওতে মডেল হয়েছেন ওমর সানি, বাঁধন, রিয়াজ, সম্রাটসহ স্বনামধন্য তারকারা। গানের পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেন মম। পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রেও তার সরব উপস্থিতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়