শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে তারকা খেলোয়াড় হয়েও যাদের ‘বেস প্রাইস’ কম

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে বসছে আইপিএলের নিলামের আসর। কিন্তু আকস্মিক ভাবেই বহু তারকা খেলোয়াড়ের বেস প্রাইস অপ্রত্যাশিত কম। এক ঝলকে দেখে নেওয়া যাক সে রকম কিছু তারকাকে, যারা টি-২০ স্পেশ্যালিস্ট হয়েও ‘বেস প্রাইস’ অনেকটা কম।

কলিন মনুরো- টি-২০ ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান এই কিউই তারকা। আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে আছেন মুনরো। এই বাঁ হাতি ব্যাটসম্যানের বেস প্রাইস ৫০ লাখ টাকা।

শেন ওয়াটসন- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট চুটিয়ে খেলেন এই অজি ক্রিকেটার। বিগব্যাশেও ওয়াটসনের পারফরম্যান্স যথেষ্ট ভাল। কিন্তু আইপিএলে এই তারকার বেস প্রাইস ১ কোটি টাকা।

ডেল স্টেইন - চোটে জর্জরিত হলেও বল হাতে স্টেইন আগের মতোই ভয়ঙ্কর এখনও। যে কোনও ম্যাচের রং একার হাতে বদলে দেওয়ার ক্ষমতা আছে তার। কিন্তু আসন্ন আইপিএলে স্টেইনের বেস প্রাইস ১ কোটি টাকা।
সাকিব আল হাসান- বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের বেস প্রাইস আসন্ন নিলামে ১ কোটি টাকা।

এভিন লুইস- টি-২০ স্পেশ্যালিস্ট হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২টি শতরান এবং ২টি অর্ধশতরান আছে এভিনের। স্ট্রাইকরেট ১৫৪.৯৬। কিন্তু এই বাঁ হাতি ক্যারিবিয়ান তারকার বেস প্রাইস ১.৫কোটি টাকা। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়