শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৮:৪১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে রক্তদানের প্রক্রিয়া চালু

জান্নাতুল ফেরদৌসী: বাংলাদেশে এবার ফেসবুকের মাধ্যমে রক্তদান করা যাবে। রক্তদানের জন্য সবার সুবিধার কথা ভেবে এ ধরনের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি। আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এ নতুন সেবা নিতে পারবেন। যেকোনো স্মার্ট ফোন ও ডেস্কটপ এ ফিচারটি ব্যবহার করা যাবে। গত বছরের অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান সেবা চালু করেছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতে ফেসবুকে ব্লাড ডোনেশন ফিচার চালু করার পর এর মাধ্যমে অনলাইনে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ রক্ত দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

ফেসবুক এট গুড’ এর ভাইস প্রেসিডেন্ট নাওমি গ্লেইট এক ব্লগ পোস্টে জানিয়েছিলেন, ভারতের মতো বাংলাদেশেও আমরা এই ফিচারটি সম্প্রসারণ করবো, যেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ ব্লাড ডোনার খোঁজার জন্য পোস্ট দেয়।এরই অংশ হিসেবে অবশেষে বাংলাদেশেও ফেসবুকের এই ফিচারটি আসতে যাচ্ছে।

‘হেলথ অ্যাট ফেসবুক’ এর প্রোডাক্ট ম্যানেজার হেমা বুদারাজু জানান, রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই বাংলাদেশে এই সেবা চালু করা হচ্ছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাবার বিষয়টি সহজ করবে।
facebook.com/donateblood এখানে ভিজিট করে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যার রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তার আশপাশে রক্তদাতা কে আছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, ভারতে রক্তদানে ইচ্ছুক ফেসবুক ব্যবহারকারীদের নিজের স্বাস্থ্যের বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টার করতে হয়। যদিও সেই তথ্য ফেসবুক গোপনই রাখে। একমাত্র ব্যবহারকারী চাইলেই সে তথ্য তার টাইমলাইনে যাবে। এছাড়া বেসরকারি ব্লাড ব্যাংক এবং হাসপাতালগুলোর রক্তের আবেদন সংক্রান্ত পোস্টও রক্তদাতা দেখতে পাবেন।

এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের রক্তদানের আবেদন জানানো হয়ে থাকে। এভাবে কোনও ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের রক্তের প্রয়োজন হলে রেজিস্টার্ড ইউজারের কাছে নোটিফিকেশন এসে পৌঁছাবে। যিনি আবেদন করেছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে ফেসবুক ব্যবহারকারীকে। ব্যবহারকারী না চাইলে আবেদনকারী তার তথ্য কোনোভাবেই দেখতে পাবেন না।

আচমকা রক্তের অভাবে প্রাণ হারান এমন রোগীর সংখ্যা নেহাত কম নয়। ফেসবুকের এই উদ্যোগের ফলে জরুরি সময়ে রক্তের প্রয়োজন মেটানো আগের চেয়ে অনেক সহজ হবেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: ইন্ডিয়ান এক্সপেস, আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়