শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তান নিয়ে জাতিসংঘে পাকিস্তান-যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ

ওমর শাহ: আফগানিস্তান নিয়ে জাতিসংঘে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাকযুদ্ধ হয়েছে।

পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলোকে নিরাপদ আশ্রয় না দেয়ার জন্য পাকিস্তানকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তান বলেছে, আফগানিস্তানের ভেতরে জঙ্গিদের যে সব নিরাপদ ঘাঁটি রয়েছে এবং তাদের আয়ের উৎস হিসেবে মাদকের যে ব্যবসা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগে ব্যবস্থা গ্রহণ করুক।

জাতিসংঘে আফগানিস্তান ইস্যু ও মধ্য এশিয়ায় এর প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক এবং শান্তি ও নিরাপত্তা নিয়ে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী জন সালিভান বলেছেন, পাকিস্তান যদি তার মাটিতে সন্ত্রাসী সংগঠনগুলোকে আশ্রয় দিতেই থাকে, তাহলে পাকিস্তানের সাথে কাজ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না। পাকিস্তানকে এটা বন্ধ করতে হবে এবং আফগান সংঘাত বন্ধে কাজ করতে হবে।

যুক্তরাষ্ট্রের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অ্যাম্বাসাডর মালিহা লোধি ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বলেন, পাকিস্তানের মাটিকে কোন সন্ত্রাসী সংগঠনের নিরাপদ ঘাঁটি নেই। তিনি বলেন, আফগানিস্তানের বাইরে এ ধরনের ঘাঁটির যে অভিযোগ করা হচ্ছে, সেটা বাস্তবে যাচাই করে দেখা উচিত।

লোধি বলেন, আফগানিস্তান ও তাদের সহযোগী বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচিত অন্যদের দিকে আঙ্গুল না তুলে আফগানিস্তানের ভেতরের চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দেয়া। যারা কল্পনা করছে আফগানিস্তানের বাইরে এ ধরনের সন্ত্রাসী অবস্থান রয়েছে, তাদের বাস্তবতা যাচাই করে দেখা উচিত।”

ট্রাম্প প্রশাসন পাকিস্তানের জন্য বরাদ্দ মার্কিন সহায়তা বাতিলের ঘোষণা দেয়ার পর সিকিউরিটি কাউন্সিলে এ বাকযুদ্ধ হলো। সূত্র: সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়