শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগা‌রে রে‌খে দেশে কোন নির্বাচন হ‌বে না: ফখরুল

মাঈন উদ্দিন আরিফ: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হুশিয়ারি করে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌বি‌রোধী রাজ‌নৈ‌তিক দ‌লের নেতাদের কারাগা‌রে রে‌খে দে‌শে কোন নির্বাচন হ‌বে না।

তি‌নি ব‌লেন, বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে যেখা‌নে সপ্তাহে ৩ থে‌কে ৪ দিন আদাল‌তে যে‌তে হ‌বে আর প্রধানমন্ত্রী হে‌লিকাপ্টা‌রে চ‌ড়ে ভোট চে‌য়ে বেড়া‌বেন সেখা‌নে সুষ্ঠু নির্বাচন হ‌তে পা‌রে না।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ের নি‌চে বিএন‌পির প্র‌তিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের ৮২তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে দুঃস্থ‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

দ‌লের নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে দা‌য়েরকৃত মামলা প্রত্যাহা‌রের দা‌বি জা‌নি‌য়ে মির্জা ফখরুল ব‌লেন, মিথ্যা মামলা দি‌য়ে বি‌রোধী রাজ‌নৈ‌তিক নেতাকর্মী‌দের কারাগারে রে‌খে দে‌শে কোন নির্বাচন হ‌বে না। মিথ্যা মামলা প্রত্যাহার কর‌তে হ‌বে। নির্বাচ‌নের জন্য লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে হ‌বে।

সরকা‌রের উন্নয়ন কর্মসূ‌চির ক‌ঠোর সমা‌লোচনা ক‌রে বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, বর্তমান এই সরকার সর্ব‌ক্ষে‌ত্রে ব্যর্থ। তা‌দের উন্নয়ন শুধু মাত্র এক‌টি গো‌ষ্ঠির জন্য। আর সে গো‌ষ্ঠি যারা ধনী তারাই ধনী হ‌চ্ছে। এমন তা‌দের উন্নয়ন যে আজ ঢাকায় গা‌ড়ি চ‌লে না। ঘন্টার পর ঘন্টা প‌থেই ব‌সে থাক‌তে হয়।

ফখরুল ব‌লেন, আমা‌দের কথা প‌রিস্কার বর্তমান রাজ‌নৈ‌তিক সঙ্কট নিরস‌নে নির্বাচন চাই। ত‌বে সেই নির্বাচন হ‌তে হ‌বে নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে। যে নির্বাচ‌নে দে‌শের মানুষ তার ভোটা‌ধিকার প্র‌য়োগ কর‌তে পা‌রে। আমা‌দের যে ভোটা‌ধিকার কে‌ড়ে নেয়া হ‌য়ে‌ছে তা ফি‌রি‌য়ে আন‌তে সবাই‌কে জে‌গে উঠ‌তে হ‌বে। সজাগ হ‌তে হ‌বে।

এসময় ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, সি‌নিয়র সহ-সভাপ‌তি নুরজাহান ইয়াস‌মিন, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হে‌লেন জে‌রিন খানসহ মহিলাদ‌লের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়