সান্দ্রা নন্দিনী: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ইয়ালা প্রদেশের একটি বাজারে মটোরসাইকেল বোমা বিস্ফোরণে ৩জন নিহত ও ১৮জন আহতের খবর পাওয়া গিয়েছে। সোমবার এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড বা আইএসওসি’র মুখপাত্র প্রমোত প্রম-ইন।
তিনি বলেন, অপরাধীরা মটোরসাইকেলে বোমা বেধে সেটি একটি বাজারের পাশে দাঁড় করিয়ে রেখে যায়। ভয়াবহ শব্দে বোমাটি বিস্ফোরিত হয় এবং এতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, ২০০৪ সালে থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত প্রদেশ নারাথিয়াত, পাত্তানি ও ইয়ালায় স্বায়ত্বশাসনের দাবিতে বিদ্রোহ করা আদিবাসী মালায় মুসলিমদের সংঘর্ষে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়। রয়টার্স