শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ আটে ওঠার সাথে শীর্ষস্থানটাও নিজের করে নিলেন নাদাল

স্পোর্টস ডেস্ক: গতবার ফেদেরারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার তাই আক্ষেপ মিটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিতে চুমু আঁকতে বদ্ধ পরিকর। তার সেই স্বপ্ন পূরণের পথে আরো একধাপ এগিয়ে গেলেন। অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল ঘাম ঝরিয়ে আর্জেন্টাইন ডিয়েগো সোয়ার্তম্যানকে ৬-৩, ৬-৭, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। আর এতে নিশ্চিত হয় টুর্নামেন্ট শেষে তার এক নম্বরে থাকাটা।

কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিদ্বন্দ্বী হবেন মারিন সিলিচ। পাবলো ক্যারোনো বুস্তাকে ৬-৭, ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে হারান এই ষষ্ঠ বাছাই। গ্র্যান্ড স্লামে এটা তাঁর ১০০তম জয়।

ম্যাচজুড়েই নাদালকে ঝামেলায় ফেলেছেন আর্জেন্টাইন সোয়ার্তম্যান। নাদালের জিততে সময় লেগেছে ৩ ঘণ্টা ৫১ মিনিট। চোট কাটিয়ে ফেরার পর এটাকে ইতিবাচকই দেখছেন তিনি, ‘আমি নিশ্চিত হলাম এই ফিটনেস নিয়ে চার ঘণ্টা কোর্টে থাকতে পারি। আমার আত্মবিশ্বাস বাড়ল আরো। ডিয়েগো খুবই ভালো খেলেছে, বিশেষ করে সার্ভে ছিল ভয়ংকর।’

এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে দশমবার কোয়ার্টার ফাইনাল খেলবেন নাদাল। গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে এটা তাঁর ৩৩তম কোয়ার্টার ফাইনাল। সেখানে মুখোমুখি হতে হবে মারিন সিলিচের। নাদালকে হুমকিই দিয়ে রাখলেন ২০১৪-র ইউএস ওপেনজয়ী এই তারকা, ‘আমি সঠিক পথে আছি। নিজের ছন্দে খেলতে পারলে যে কাউকে হারাতে পারি। ইউএস ওপেনের শিরোপা আরো আত্মবিশ্বাসী করেছে আমাকে। এখন প্রতিপক্ষকে ভয় না পেয়ে নিজের টেনিসের ওপর বেশি আস্থা আমার।’

এ ছাড়া মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, এলিস মার্তেনস ও কার্লা সুয়ারেস নাভোরা।

মেয়েদের এককে তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি। র‌্যাংকিংয়ে দুইয়ে থাকা এই ডেনিস গতকাল মাত্র ৬৩ মিনিটে ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন মাগদালেনা রাইবারিকোভাকে। শেষ ১২ গেমের ১০টিই জিতেছিলেন ওজনিয়াকি। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ কার্লা সুয়ারেস নাভোরা। অবাছাই নাভোরা ২ ঘণ্টা ১৭ মিনিটে ৪-৬, ৬-৪, ৮-৬ গেমে হারিয়েছেন অ্যানেত কন্তাভেইতকে। ২০১২ সালে কিম ক্লাইস্টার্সের পর প্রথম বেলজিয়ান হিসেবে শেষ আটে পৌঁছেছেন এলিস মার্তেনস। ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিচকে তিনি হারান ৭-৬, ৭-৫ গেমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়