শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে লুঙ্গির দাম ১৫ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : অভিষেক ম্যাচেই তুমুল আলোচনার জন্ম দিয়েছেন লুঙ্গি এনগিডি। দক্ষিণ আফ্রিকার এ তরুণ পেসারকে নিয়ে ক্রীড়ামোদীদের কৌতুহল কেবল বাড়ছেই। সেঞ্চুরিয়নে নিজের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে একাই তাণ্ডব চালান এ তরুণ পেসার। মাত্র ৩৯ রানে ছয় উইকেট শিকার করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

এবার সেই লুঙ্গীকে ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করা সেই লুঙ্গিকে ঘিরেই এবার টানাটানি হবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল। এমন আভাসই দিয়ে টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ হয়েছে।

নিলামের দিন সবারই নজর থাকবে মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্যের এই প্রোটিয়া পেসারের দিকে। ফ্র্যাঞ্চাইজিগুলোর টানাটানিতে এই প্রোটিয়া পেসারের দাম নিলামে ১৫ কোটিও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৭-২৮ জানুয়ারি আইপিএলের একাদশতম আসরের নিলাম হবে। কয়েকদিন আগে নিলামের জন্য নাম থাকা ১ হাজার ১২২ বিদেশি ক্রিকেটারের মধ্যে এই লুঙ্গিকে কেউ পাত্তা দেয়নি। তবে সেঞ্চুরিয়ন টেস্টের পর সেই দৃশ্যের আমূল পরিবর্তন এসেছে

ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে লুঙ্গি পরিচিত ছিলেন টি-টোয়েন্টি বোলার হিসেবে। প্রোটিয়াদের হয়ে তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাইটান্সের হয়ে নিয়মিতই আলো ছড়ান এই পেসার। মোট ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে লুঙ্গি নিয়েছে ৪৩টি উইকেট। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়