শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:০৭ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠুভাবে ভোট হলে আবার আওয়ামী লীগের ক্ষমতায় আসা কষ্টকর হবে: ইলিয়াস খান (ভিডিও)

কেএম হোসাইন : সুষ্ঠুভাবে ভোট হলে আবার আওয়ামী লীগের ক্ষমতায় আসা কষ্টকর হবে বলে মন্তব্য করে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

মিথিলা ফারজানা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন ডিবিসি’র সম্পাদক প্রণব সাহা।

আওয়ামী লীগ সহজে নির্বাচন করবে মির্জা ফকরুলের কথার প্রেক্ষিতে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, বিএনপি মহাসচিব কোন এ্যাঙ্গেলে এটা বলেছে সেটা আমার জানা নেই। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের মত জাতীয় নির্বাচনও কি স্থগিতের মধ্যে পড়ে যাবে না তো। সেরকম সুযোগ আছে কিনা? সেটি তিনি ভালো বলতে পারবেন। তবে নির্বাচন সুষ্ঠু হলে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ হেরে গেছে। সেজন্য নিশ্চয় আওয়ামী লীগের মধ্যে একটা ভীতি আছে। প্রকৃত ভোট হলে তারা আবার ক্ষমতায় ফিরে আসবে। তাদের উন্নয়ন জোরে শোরে প্রচার হচ্ছে। বিএনপির মহাসচিব হয়ত সেই এ্যাঙ্গেলে বলেছেন। তবে আমার মনে হয় জাতীয় নির্বাচন না করার মত সুযোগ আওয়ামী লীগের আছে কি না সেটি কোন আইনের মারপ্যাঁচে স্থগিতের সুযোগ নেই।

প্রণব সাহা এই প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচন সিটি নির্বাচনের মত স্থগিতের সুযোগ নেই। তবে বিএনপি মহাসচিব কি এটা সিটি নির্বাচনের কথাই বলেছে। এর পরে যেমন অন্য স্থানীয় নির্বাচন আছে সেটা হবে কিনা? সেই কথা বলেছে। এখানে সংবিধান ঠিক থাকলে আগামী অক্টোবরের পরে ৯০দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সুতরাং তার এটা রাজনীতিক বক্তব্য হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়