শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে সংসদীয় কমিটির ক্ষোভ

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করে এ ক্ষোভ প্রকাশ করে। কমিটি যে সকল প্রকল্পের কাজ এখনও শুরু করা হয়নি সে সব প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে।

বৈঠকে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি কর্তৃক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত ১৫তম ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত ১০ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায় অগ্রগতি, কৃষি, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রতিবেদনের এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যে সকল প্রকল্পে জমি অধিগ্রহণের প্রয়োজন আছে সে প্রকল্পগুলো গ্রহণের পূর্বেই জমি অধিগ্রহণ করে প্রকল্প প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি সুপারিশ করে ।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গৃহীত যে সকল প্রকল্প আছে যাহা বাস্তবায়ন করা সম্ভব নয় এবং নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব নয় সে বিষয়ে মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে আগামী মার্চ/২০১৮ এর মধ্যে কমিটির নিকট প্রতিবেদন প্রদানের বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের যে সকল প্রকল্প আছে সে সকল প্রকল্পের বিস্তারিত বিবরণ আগামী মার্চ/২০১৮ এর মধ্যে কমিটির নিকট প্রতিবেদন আকারে প্রদানের বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের কাজে জটিলতার বিষয়ে খাদ্য মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন কমিটির নিকট প্রদানের সুপারিশ করে।

দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী-এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো: আব্দুর রাজ্জাক, এ বি তাজুল ইসলাম, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম, মে: জে: এ টি এম আব্দুল ওয়াহহাব (অব:) এবং ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়