শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:১৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বিশ্বাস ঘাতক দেশকে পিছিয়ে নিয়ে গেছে- পাবনায় ভূমিমন্ত্রী

পাবনা সংবাদদাতা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.বলেছেন, বাংলাদেশ দ্র“ত এগিয়ে যাচ্ছে, কেউ আর দরিদ্র থাকবে না। চার বিশ্বাস ঘাতক মীর জাফর, গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকে উন্নয়নকে বাধাগ্রস্থ করে দেশকে পিছিয়ে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সেই ক্ষতি পুষিয়ে নিয়ে দ্র“ত উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে।

রোববার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্য সবার জন্য নিশ্চিত করে মৌলিক চাহিদা পূরণে কাজ করছে। কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করেছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা প্রদান করছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে কাজ করছে। শিক্ষার উন্নয়নে বছরের শুরুতে বই প্রদান, বিভিন্ন বৃত্তি প্রদান করে ছাত্রছাত্রীদের ঝড়ে পড়া বন্ধসহ অবকাঠামো উন্নয়নে মাধ্যমে শিক্ষাকে আরও বাস্তবমুখী করেছে। এখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। মন্ত্রী পাবনার ভিক্ষুক মুক্তসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সন্তোষ প্রকাশ করে চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে এবং মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এসময় তিনি পাবনায় কেউ যাতে গৃহহীন না থাকে, সেজন্য খাস জমি উদ্ধার করে গৃহহীনদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পাবনা জেলা প্রশাসককে নির্দেশ দেন।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়