শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল নিলামে ২ কোটিতে অভিজাতদের সাথে সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের যোগ্যতার প্রমাণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বারবারই দিয়েছেন। ওখানে তার অভিষেক কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। ২০১২ ও ২০১৪ সালে দলটির দুই শিরোপা জয়েই বড় ভূমিকা রেখেছিলেন সাকিব।

তবে এবছর তাকে নিলামের জন্য ছেড়ে দেয় কেকেআর। জানুয়ারির ২৭ ও ২৮ তারিখের এ নিলামে তাকে মার্কুই খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রূপি, যা এবারের নিলামের সর্বোচ্চ। সেরা খেলোয়াড়দের জন্য ধরা হয়েছে এই মূল্য।

আইপিএলের নিলামের জন্য ১১২২ জন ক্রিকেটার তাদের নাম নিবন্ধন করেছিলেন। যার মধ্য থেকে মূল নিলামের জন্য ৫৭৮ জনকে বাছাই করা হয়েছে। খেলোয়াড়দের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমেই রয়েছে মার্কুই ক্যাটাগরি। মোট ১৬ জন ক্রিকেটারকে দুই ভাগে ভাগ করে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। সাকিব রয়েছেন এই ক্যাটাগরির দ্বিতীয় ভাগে।

সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রূপি। এবারের নিলামে যা সর্বোচ্চ। তার সাথে মার্কুই ক্যাটাগরিতে থাকা অন্যদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্কদের মত খেলোয়াড়।
আইপিএলের গত আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। এখানে ৪৩ ম্যাচে মোট ৪৯৮ রানের পাশাপাশি ৪৩ উইকেট নিয়েছেন তিনি। সাত বছর সাকিবের কেটেছে কেকেআরে। আগে একবার তাকে ছেড়ে দিয়েও নিলামে পরে কিনে নিয়েছিল নাইটরাই।

মার্কুই এর পর জাতীয় দলে অভিষিক্ত ক্রিকেটারদের যথাক্রমে ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটকিপার, ফাস্ট বোলার এবং স্পিনার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়