শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৯:২০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

জুয়াইরিয়া ফৌজিয়া: রাজধানীর বসিলা এলাকা থেকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৪ টার দিকে তাকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

রোববার রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে মোতালেবকে খুঁজে বের করতে পুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

জিডির বরাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান বলেন, বসিলা এলাকায় ধানমন্ডি হাউজিংয়ে বাড়ি নির্মাণ করছেন মোতালেব হোসেন। শনিবার ওই কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় তার বাড়ির নীচে দুটি গাড়িতে করে কিছু লোকজন এসে তাকে তুলে নিয়ে যান। ওই সময়ে তার সঙ্গে দুজন আত্মীয় থাকলেও তারা কাউকে চিনতে পারেননি।

তিনি আরও বলেন, জিডি’র পর আমরা ওই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি বাড়ি নির্মাণ নিয়ে তার সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। তার নিখোঁজের বিষয়ে এখনও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার বনানী এলাকা থেকে নিখোঁজ হন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. নাসির উদ্দিন।

সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়