শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির সাংস্কৃতিক মেলায় ৫ লাখ মানুষের উপস্থিতি

ওমর শাহ: পরিবর্তনের হাওয়া বইছে সৌদি মানুষদের মন মগজে। দেশটিতে অর্থনৈতিক সংস্কারসহ সাংস্কৃতির সংস্কারও সমানতালে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের ফুটবল স্টেডিয়ামে নারীদের ব্যাপক উপস্থিতির পর এবার সপ্তাহব্যাপী সাংস্কৃতির অনুষ্ঠানে ৫ লাখ মানুষের উপস্থিতিও এ বার্তা দিয়ে যাচ্ছে।

সৌদি আরবের জিদ্দায় অনুষ্ঠিত এ সাংস্কৃতিক মেলার স্লোগান ছিল ‘আমরা কীভাবে আদর্শ হতে পারি’। মেলার আয়োজকরা জানিয়েছেন, সপ্তাহব্যাপী এ মেলায় ৫ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে। মক্কা মোকাররমার গভর্নটের তত্ত্বাবধানে ও আঞ্চলিক পৌরসভা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাটি জেদ্দার উপকূলে অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেয় পৌরসভার বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। মেলায় আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেওয়া হচ্ছে মূল্যবান পুরস্কারও।

মেলায় স্বাস্থ্যমন্ত্রণালয়ও স্টলের আয়োজন করে। যাদের স্লোগান ‘আপনার স্বাস্থ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ’। এর উদ্দেশ্য মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। তারা মেলায় আগত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। মেলায় আসা মানুষদের অনেকেরই তার শরীরের রোগ সম্পর্কে অনবগত ছিলেন। মেলায় বিষয়টি ধরা পড়ে। এ ছাড়াও মেলায় অংশ নেয় ইসলামি স্টলও যারা মানুষকে ইসলাম বিষয়ে প্রশিক্ষণ দেয় ও অস্থায়ী কোর্সের আয়োজন করে। এ ছাড়াও টেকনিক্যাল কলেজ স্টল মেলায় আগতদের জন্য বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়