শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশসেরা সমাজসেবা অফিসারের স্বীকৃতি পেলেন তাপস রায়

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) : পেশাগত দায়িত্বে বিশেষ অবদানের জন্য দেশের সেরা সমাজসেবা অফিসার হিসেবে ভূষিত হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।

গত ৫ জানুয়ারি ২০১৮ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ঢাকা আগারগাঁও সমাজসেবা অধিদফতর হলরুমে বিজয়ীদের সংবর্ধনা, পুরষ্কার, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করে। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালক ও অতিরিক্ত সচীব রুপন কান্তি শীল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

দেশসেরা সমাজসেবা অফিসার হিসেবে  প্রথম হয়েছেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশীদ, দ্বিতীয় হন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় ও তৃতীয় হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা। দেশের ৪৯১ উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের দায়িত্ব, কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে এ পুরষ্কার প্রদান করা হয়।

দেশসেরা কর্মকর্তা হওয়ার বিষয়ে জানতে চাইলে তাপস রায় বলেন- দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মূর্ম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় কাজ করার ও সঠিক সেবা প্রদান করায় আজ আমি দেশসেরা কর্মকর্তা হিসেবে এ পুরস্কার পেয়েছি।আগামীতে ও সমাজসেবা অফিসের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সব লোভ লালসা ত্যাগ করে যেন দেশসেবায় সচেষ্ট থাকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়