শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ’বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। শনিবার মাঝরাতে রাতে উপজেলার শাহবাজপুর কান্নু মিয়া সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামন ফকির, ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশের দাবী প্রতিপক্ষের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, দুটি কার্তুজ, চারটি ব্যবহ্নত খোঁসা, দুইটি রামদা, দুইটি বল্লম  উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের আকতার হোসেনর ছেলে আবুল বাশার (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে
এন্তা ডাকাত ওরফে ওহাব (৩২)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান,  শুক্রবার দিনগত মাঝরাতে  দুই ডাকাতকে আটকের পর তাদের কাছে স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে শনিবার রাতে তাদের দেয়া তথ্য মতে ডাকাতির বাকী লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা  পুলিশের উপর গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। প্রতিপক্ষের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, নিহত ওহাব এর বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির ছয়টি মামলা রয়েছে। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়