শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৫:০২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসম্মত বাংলায় রেডিও অনুষ্ঠান করার নির্দেশ

জুয়াইরিয়া ফৌজিয়া : রেডিও স্টেশনগুলোকে মানসম্মত বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, অনুষ্ঠান উপস্থাপনায় বাংলা, ইংরেজির মিশ্রণ ও ভুল বিকৃত উচ্চারণ বর্জনে আরও বেশি সচেষ্ট হতে হবে। তবে সরকারের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি আরো ব্যাখ্যার দাবি রাখে এমনটাই বলছেন রেডিও স্টেশন সংশ্লিষ্টরা।

ঢাকা এফএমএর নির্বাহী প্রযোজক কিবরিয়া সরকার বলেন, তথ্যমন্ত্রণালয় যেভাবে মানবাংলার কথা বলছেন তা নির্ধারণ করা উচিত। কারণ বাংলার সাথে আমরা বারবার এলোমেলোভাবে ইংরেজি শব্দ ব্যবহার করি। আর এটা কিন্তু এখন থেকে নয় বাংলাভাষার শুরু থেকে এমনটা হয়ে আসছে। বাংলাভাষার সৌন্দর্যই এটা যে, বাংলাভাষা বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। পাশাপাশি একটা দুর্বলতা রয়েছে, সেটা হলো আমরা বেতারে এবং টেলিভিশনে এই ধরনের উপস্থাপনা দেখে অভ্যস্ত। তাই অনেকে সময় না বুঝেই এইভাবে কথা বলার প্র্যাকটিস করে। কারণ তারা ভেবে নিয়েছে রেডিওতে এইভাবে কথা বলা হয়। আর সমস্যাটা আসলে শব্দের মিশ্রণে না, সমস্যাটা শব্দের উচ্চারণে। বাংলাকে যদি বাংলার মতো করে উচ্চারণ করা হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না। কিন্তু সমস্যা হলো আমরা বাংলা ভাষাকে ইংরেজির মতো করে উচ্চারণ করি। আর আপনি যদি এখন বলেন, আমি মধ্যযুগীয় বাংলার মতো করে কথা বলবো এবং কোনো ইংরেজি মিশ্রণ করবো না তাহলে এটা নিয়ে রীতিমতো একটা তোলপাড় হয়ে যাবে।

তাহলে বাচনভঙ্গি এবং শব্দ চয়নে যে সমস্যাগুলো হচ্ছে এটা থেকে বের হয়ে আসার জন্য কী কী পদক্ষেগুলো আসলে নেওয়া উচিত?

এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাভাষার উচ্চারণের উপরে এখনো অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন যারা বাংলাভাষায় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাহলে তাদেরকে নিয়ে এখন একটি প্রশিক্ষণের প্রতিষ্ঠান অবশ্যই দাঁড় করানো যেতে পারে। তাহলে কেউ যদি কোনো গণমাধ্যমে উপস্থাপকের ভূমিকায় আসতে চান তাহলে তার একটি সর্বনিম্ন যোগ্যতাসম্পন্ন সার্টিফিকেট সরকার থেকে থাকতে হবে এবং সে জন্য সরকারকে একটি প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দিতে হবে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষাকে ব্যঙ্গ করে এফ এম রেডিওতে জকিরা যে অসভ্যপনা করছেন তা দ্রুত বন্ধ করতে দাবি জানিয়েছিলেন নূরজাহান বেগম মুক্তা এমপি। জাতীয় সংসদের ৭১ বিধিতে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন। চলতি অধিবেশনেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিক নিদের্শনা দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। তিনি উল্লেখ্য করেন রেডিও জকিরা বাংলা ভাষা ব্যবহারে যথেষ্ট তুচ্ছতাচ্ছিল্য প্রকাশ করেন।

এ ব্যাপারে শনিবার তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বাংলা ও ইংরেজি মিলিয়ে যে ‘বাংরেজি’ ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। বিভিন্ন রেডিও স্টেশনের বেশ কিছু অনুষ্ঠানে আই নো, ইউ নো টাইপের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়