শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এখনকার পুলিশ, ১০ বছর আগের পুলিশ এক নয়’

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ১০ বছর আগের পুলিশ, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের পুলিশ এক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এখনকার পুলিশ জনগণের বন্ধু। এরা জনগণের জন্য জীবন বিসর্জন দিতে জানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যে যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়নও করেন। তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, বাংলাদেশকে বদলে দিবেন। আস্তে আস্তে তিনি তাঁর সব কথা পূরণ করেছেন। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি স্থানীয় সরকারের সাবেক সচিব মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল আলম খান, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ মাতৃকার টানে পুলিশ জঙ্গি দমন করছে। দেশের বাইরে বিদেশেও আজ পুলিশ সুনাম অর্জন করছে।

আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানার স্বামী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (পিএটিইউ) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুল ইসলাম প্রসঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন তাঁর (সায়লা ফারজানা) স্বামী জঙ্গিবাদ দমনের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ পুলিশের। তাঁকে মনির হিসেবেই সবাই চিনে। তিনি কাউন্টার টেররিজম নিয়ে এখন ওইখানে অবস্থান করছেন। সফলভাবে জঙ্গি দমনের জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মো. জায়েদুল আলম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। তিনিও অল্প দিন ধরে আসছেন। আপনাদের মুখেই তাঁর প্রশংসা শুনলাম। পুলিশ সুপার কিংবা পুলিশের প্রশংসা শুনলে আমার ভালোই লাগে। কারণ আমি সব সময় এখন পুলিশদের প্রশংসা আশা করি। আমি সব সময় দাঁড়িয়ে বলি যে ১০ বছর আগে যে পুলিশ দেখেছেন জননেত্রী শেখ হাসিনার আমলের পুলিশ এক নয়। এরা জনগণের বন্ধু। এরা জনগণের জন্য জীবন বিসর্জন দিতে জানে। এরা একাত্তরে স্বাধীনতার জন্য অস্ত্র ধরেছে। এখনো জঙ্গি দমনের জন্য যথেষ্ট পরিশ্রম করছে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে সুপারিশ করার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়