তানভীর রিজভী : চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক অগ্নিকান্ডের ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে জানায় রয়টার্স।
শনিবার প্রাগে অবস্থিত ইউরোস্টার্স ডেভিড হোটেল নামক এক হোটেলে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানায় অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী দল। তারা আরও জানায়, ঘটনাস্থল থেকে তারা ৪০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং হোটেলটি তারা খালি করে দিয়েছে।
রাজধানী প্রাগের জরুরী স্বাস্থ্য সেবার প্রধান পিটার কোলোউচ চেক টেলিভিশনকে ২ জন নিহতের খবর নিশ্চিত করে বলেন, ‘ এখন পর্যন্ত ২ জন মারা গেছে কিন্তু আমার আশঙ্কা এই সংখ্যা হয়তো বাড়তে পারে।’
চেক টেলিভিশন তাদের প্রতিবেদনে জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারন দুই এক জন এই ঘটনায় বেশ গুরুতর ভাবে আহত। সূত্র: রয়টার্স, ডেইলি মিরর