শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৩০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুর সমাজসেবা কর্মকর্তা তাপস রায়

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পেশাগত দায়িত্বে বিশেষ অবদানের জন্য দেশের সেরা সমাজসেবা অফিসার হিসেবে ভূষিত হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
গত ৫ জানুয়ারি ২০১৮ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ঢাকা আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর হলরুমে বিজয়ীদের সংবর্ধনা, পুরষ্কার, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করে। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালক ও অতিরিক্ত সচীব রুপন কান্তি শীল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

দেশসেরা প্রথম হয়েছেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশীদ, দ্বিতীয় হন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় ও তৃতীয় হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা। দেশের ৪৯১ উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের দায়িত্ব, কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে এ পুরষ্কার প্রদান করা হয়।

দেশসেরা কর্মকর্তা হওয়ার বিষয়ে জানতে চাইলে তাপস রায় বলেন- দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মূর্ম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় কাজ করার ও সঠিক সেবা প্রদান করায় আজ আমি দেশসেরা কর্মকর্তা হিসেবে এ পুরস্কার পেয়েছি। আগামীতেও সমাজসেবা অফিসের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সব লোভ লালসা ত্যাগ করে যেন দেশসেবায় সচেষ্ট থাকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়