শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংরেজি’ বন্ধে নেপথ্য কারিগর এমপি মুক্তা, বাস্তবায়নে প্রতিমন্ত্রী তারানা

 ডেস্ক রিপোর্ট  : শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার জন্য দেশের রেডিও স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতে শুক্রবার এ নির্দেশনা দেয়া হয়েছে। তবে এমন একটি ভালো সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি এ্যাড. নূরজাহান বেগম মুক্তা।

গত ৯ জানুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষাকে ব্যঙ্গ করে এফ এম রেডিওতে জকিরা যে অসভ্যপনা করছেন তা দ্রুত বন্ধ করতে দাবি জানিয়েছিলেন নূরজাহান বেগম মুক্তা। জাতীয় সংসদের ৭১ বিধিতে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন।

সংসদে মুক্তা আরো বলেন, গণমাধ্যমে ভাষার ব্যবহার কতটা ‍গুরুত্বপূর্ণ তা দেশের সবাই জানেন। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম ব্যাপক হারে বিস্তৃতি লাভ করেছে। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ এম এম রেডিতে জকি হিসাবে যারা কাজ করছেন তারা বাংলা ভাষার অশুদ্ধ উচ্চারণ এবং ব্যঙ্গ করে উপস্থাপন করছেন। যা কোনোভাবেই কাম্য নয়।

চলতি অধিবেশনেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিক নিদের্শনা দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, রেডিও জকিরা বাংলা ভাষা ব্যবহারে যথেষ্ট তুচ্ছতাচ্ছিল্য প্রকাশ করেন।

এরপরই শনিবার তথ্য প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বাংরেজি বন্ধের নির্দেশ দিয়েছেন। দেশের রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলা ও ইংরেজি মিলে বিকৃতভাবে ব্যবহার করা হয়, যেটি প্রতিমন্ত্রী তারানা হালিমের দৃষ্টিতে ‘বাংরেজি’। এ ব্যাপারে তারানা হালিম বলেন, বাংলা ও ইংরেজি মিলিয়ে যে ‘বাংরেজি’ ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। বিভিন্ন রেডিও স্টেশনের বেশকিছু অনুষ্ঠানে আই নো, ইউ নো টাইপের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।

প্রতিমন্ত্রীর ভাষ্যে, ভাষার ক্ষেত্রে যারা এমন করছেন, তারা ঠিকমতো একটি ইংরেজি কিংবা বাংলা বাক্য বলতে পারবেন কিনা আমার সন্দেহ হয়।

নূরজাহান বেগম মুক্তা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমকে ধন্যবাদ দিয়েছেন।

উল্লেখ্য, এ্যাড. তারানা হালিম এবং এ্যাড. নূরহাজান বেগম মুক্তা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২ তম ব্যাচের সহপাঠী।

উৎসঃ পুর্বপশ্চিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়