শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা আবাহনীকে নিয়েই কোয়ার্টারে উঠলো শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা কাপে বিজেএমসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল। তাদের এ জয়ে কপাল খুলেছে ঢাকা আবাহনীরও। ‘বি’ গ্রুপ থেকে শেখ রাসেলের সঙ্গে শেষ আটে উঠেছে ঢাকা আবাহনীও। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচ বিজেএমসিকে ২-১ গোলে হারায় শেখ রাসেল। ৩ করে পয়েন্ট নিয়ে সেরা আট নিশ্চিত করা আবাহনী ও শেখ রাসেল আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

এদিন ম্যাচের ১৯তম মিনিটে ডি-বক্সের একটু ওপর থেকে মোনায়েম খান রাজুর ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে প্রথম সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের। মাহবুব হাসান নয়ন ফাউলের শিকার হলে ফ্রি-কিক পেয়েছিল দলটি।

৩৯তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শরীরটাকে ঘুরিয়ে সৈয়দ রাশেদ তুর্যর নেওয়া ভলি পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে শেখ রাসেলের হতাশা আরও বাড়ে। প্রতি আক্রমণ থেকে বিজেএমসির ফরোয়ার্ড আলী আকবর কাকনের শটও লক্ষ্যে থাকেনি। দ্বিতীয়ার্ধে প্রতিযোগিতার ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেলকে গোলবঞ্চিত করে ক্রসবার। ৬১তম মিনিটে খালেকুজ্জামান সবুজের শট ক্রসবারে লেগে ফেরে। ৮০তম মিনিটে কাঙিক্ষত গোল পায় শেখ রাসেল। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন নয়ন। ছয় মিনিট পর স্পট কিক থেকে বিজেএমসিকে সমতায় ফেরান মোহাম্মদ রবিন।

প্রথম দফায় রবিনের স্পট কিক ঠিকানা খুঁজে পেলেও বিজেএমসির খেলোয়াড়রা আগে বক্সে ঢুকে পড়ায় গোল বাতিল করে ফের শট নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় দফায়ও গোলরক্ষকে ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের জটলার ভেতর থেকে দূরের পোস্টে থাকা সবুজ বিশ্বাসের শট ঠিকানা খুঁজে পেলে জয় নিশ্চিত হয় শেখ রাসেলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়